আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪২২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪২২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তোমাদের মধ্যে মানবীয় গুণাবলী বণ্টন করে দিয়েছেন, যেভাবে তিনি তোমাদের মধ্যে রিয্ক বণ্টন করে দিয়েছেন। আর আল্লাহ যাকে ভালবাসেন- তাকেও অর্থ-সম্পদ দিয়ে থাকেন এবং যাকে ভালবাসেন না, তাকেও দিয়ে থাকেন। কিন্তু ঈমান শুধু তাকেই দান করেন যাকে তিনি ভালবাসেন। অতএব যে ব্যক্তি সম্পদ খরচ করতে কৃপণতার শিকার হয়, শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে ভয় পায় এবং রাত্রির সাধনায় সাহসহারা হয়ে যায়, সে যেন অধিক পরিমাণে “লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ" পাঠ করে।
(হাদীসটি তাবরানী বর্ণনা করেছেন। এর রাবীগণ নির্ভরযোগ্য। তবে মূলত এটি মারফু হাদীস নয়।)
(হাদীসটি তাবরানী বর্ণনা করেছেন। এর রাবীগণ নির্ভরযোগ্য। তবে মূলত এটি মারফু হাদীস নয়।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2422- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ إِن الله قسم بَيْنكُم أخلاقكم كَمَا قسم بَيْنكُم أرزاقكم وَإِن الله يُؤْتِي المَال من يحب وَمن لَا يحب وَلَا يُؤْتى الْإِيمَان إِلَّا من أحب فَإِذا أحب الله عبدا أعطَاهُ الْإِيمَان فَمن ضن بِالْمَالِ أَن يُنْفِقهُ وهاب الْعَدو أَن يجاهده وَاللَّيْل أَن يكابده فليكثر من قَول لَا إِلَه إِلَّا الله وَالله أكبر وَالْحَمْد لله وَسُبْحَان الله
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات وَلَيْسَ فِي أَصله رَفعه
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات وَلَيْسَ فِي أَصله رَفعه