আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪২৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪২৩. হযরত আবুল মুনযির জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি বললাম, হে আল্লাহর নবী। আমাকে সর্বোত্তম কথা শিখিয়ে দিন। তিনি বললেন, হে আবুল মুনযির। তুমি বল, "লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা-শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমিতু, বিয়াদিহিল খায়রু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।" এটি তুমি প্রতিদিন একশত বার পাঠ করবে। এভাবে তুমি সেদিন সকল মানুষের মধ্যে উত্তম আমলকারী হিসেবে গণ্য হবে। তবে অন্য কেউ যদি তোমার মত এটি বলে থাকে, তবে তার কথা স্বতন্ত্র। আর তুমি বেশি করে "সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" পাঠ করবে। কেননা এটি হল মার্জনা ভিক্ষার সর্বশ্রেষ্ঠ দু'আ এবং এটি গুনাহ মোচনের কারণ। বর্ণনাকারী বলেন, আমার ধারণা যে, তিনি এও বলেছেনঃ এটি জান্নাতকে অবধারিত করে দেয়।
(হাদীসটি বাযযার জাবির জুফী থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি বাযযার জাবির জুফী থেকে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2423- وَعَن أبي الْمُنْذر الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ قلت يَا نَبِي الله عَلمنِي أفضل الْكَلَام قَالَ يَا أَبَا الْمُنْذر قل لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير مائَة مرّة فِي كل يَوْم فَإنَّك يَوْمئِذٍ أفضل النَّاس عملا إِلَّا من قَالَ مثل مَا قلت وَأكْثر من قَول سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَلَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه فَإِنَّهَا سيد الاسْتِغْفَار وَإِنَّهَا ممحاة للخطايا أَحْسبهُ قَالَ مُوجبَة للجنة
رَوَاهُ الْبَزَّار من رِوَايَة جَابر الْجعْفِيّ
رَوَاهُ الْبَزَّار من رِوَايَة جَابر الْجعْفِيّ