আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪১৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪১৯. হযরত মুয়ায ইবন আবদুল্লাহ ইবন রাফি (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি অবদুল্লাহ ইবন উমর, আবদুল্লাহ ইবন জা'ফর ও আবদুল্লাহ ইবন আবু আমীরা (রা)-এর সাথে এক মজলিসে উপস্থিত ছিলাম। ইবন আবু আমীরা বললেন, আমি মুয়ায ইবন জাবাল (রা)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। দু'টি বাক্য রয়েছে। এর একটি এমন যে, আরশ পর্যন্ত পৌছতে এর কোন প্রতিবন্ধক নেই, আর দ্বিতীয়টি এমন যে, এটি আসমান-যমীনের মধ্যবর্তী সব কিছুকে পূর্ণ করে দেয়। বাক্য দু'টি হলঃ "লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবর।" ইবন উমর তখন আবু আমীরাকে বললেন, আপনি নিজে কি তাঁকে এ কথা বলতে শুনেছেন? আবূ আমীরা বললেন, হ্যাঁ। আবদুল্লাহ ইবন উমর তখন কাঁদতে লাগলেন। এমনকি তাঁর অশ্রুতে নিজের দাঁড়ি ভিজে গেল। তিনি বললেনঃ এ দু'টি এমন বাক্যকে যেগুলো 'আমি জড়িয়ে থাকব এবং প্রিয় জ্ঞান করব।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। ইবন লাহীয়াহ ব্যতীত মুয়ায পর্যন্ত এর সকল রাবীই নির্ভরযোগ্য। আর এ হাদীসের পোষকতায় অন্য অনেক বর্ণনাও রয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2419 - وَعَن معَاذ بن عبد الله بن رَافع رَضِي الله عَنْهُم قَالَ كنت فِي مجْلِس فِيهِ عبد الله بن عمر وَعبد الله بن جَعْفَر وَعبد الله بن أبي عميرَة رَضِي الله عَنْهُم فَقَالَ ابْن أبي عميرَة سَمِعت معَاذ بن جبل يَقُول سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول كلمتان إِحْدَاهمَا لَيْسَ لَهَا ناهية دون الْعَرْش وَالْأُخْرَى تملأ مَا بَين السَّمَاء وَالْأَرْض لَا إِلَه إِلَّا الله وَالله أكبر فَقَالَ ابْن عمر لِابْنِ أبي عميرَة أَنْت سمعته يَقُول ذَلِك قَالَ نعم فَبكى عبد الله بن عمر حَتَّى اختضبت لحيته بدموعه وَقَالَ هما كلمتان نعلقهما ونألفهما
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته إِلَى معَاذ بن عبد الله ثِقَات سوى ابْن لَهِيعَة ولحديثه هَذَا شَوَاهِد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪১৯ | মুসলিম বাংলা