আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪১৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪১৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একটি গাছের শাখা ধরে ঝাঁকি দিলেন। কিন্তু এর পাতাগুলো ঝরল না। আবার ঝাঁকি দিলেন, এবারও পাতা পড়ল না। তৃতীয়বার এতে ঝাঁকি দিলেন আর পাতাগুলো ঝরতে লাগল। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ "সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর" মানুষের গুনাহকে এভাবেই ঝেড়ে পরিষ্কার করে দেয় যেমন বৃক্ষটি তার পাতাগুলোকে ঝেড়ে ফেলছে।

(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের হাদীস বর্ণনাকারীদের মতই। তিরমিযীও এটি বর্ণনা করেন। তাঁর ভাষ্যটি হলঃ
নবী করীম (ﷺ) একটি শুকনো পাতাবিশিষ্ট বৃক্ষের কাছ দিয়ে অতিক্রম করলেন এবং এতে একটি লাঠি দিয়ে আঘাত করলেন। সাথে সাথে এর পাতাগুলো ঝরে গেল। তিনি তখন বললেন, "আলহামদু লিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবর" মানুষের গুনাহকে এভাবে ঝরিয়ে দেয় যেমন এ বৃক্ষটি তার পাতাগুলোকে ঝরিয়ে ফেলছে।
(তিরমিযী বলেনঃ হাদীসটি গরীব। আমাদের জানামতে আ'মাশ আনাস (রা) থেকে হাদীস শুনেননি। তবে ওনি আনাসকে দেখেছেন। (হাফিয বলেন)ঃ আহমদ এটি আ'মাশ সূত্রে বর্ণনা করেননি।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2418- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَخذ غصنا فنفضه فَلم ينتفض ثمَّ نفضه فَلم ينتفض ثمَّ نفضه فانتفض فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر تنفض الْخَطَايَا كَمَا تنفض الشَّجَرَة وَرقهَا

رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح وَالتِّرْمِذِيّ وَلَفظه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مر بشجرة يابسة الْوَرق فضربها بعصا فَتَنَاثَرَ وَرقهَا فَقَالَ إِن الْحَمد لله وَسُبْحَان الله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر لتساقط من ذنُوب العَبْد كَمَا تساقط ورق هَذِه الشَّجَرَة
وَقَالَ حَدِيث غَرِيب وَلَا نَعْرِف للأعمش سَمَاعا من أنس إِلَّا أَنه قد رَآهُ وَنظر إِلَيْهِ انْتهى

قَالَ الْحَافِظ لم يروه أَحْمد من طَرِيق الْأَعْمَش
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪১৮ | মুসলিম বাংলা