আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৫৯
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫৯. ইবন আবুদ-দুনিয়া ইসমাঈল ইবন আইয়্যাশ সূত্রে এ হাদীসটি আরো দীর্ঘকায় বর্ণনা করেছেন। তিনি বলেন, তারা হলো আল্লাহর পথের শহীদগণ, যারা আল্লাহর আরশের চতুষ্পার্শ্বে ঘাড়ে তরবারি লটকানো অবস্থায় উঠবে। হাশরের ময়দানে একদল ফিরিশতা তাদের কাছে চুণি বর্ণের কিছু উন্নতজাতের দ্রুতগামী উষ্ট্রী নিয়ে আসবে। যেগুলোর লাগাম হবে শুভ্র মোতির, হাওদা হবে সোনার, আর আস্তর হবে রেশমের এবং গালিচা হবে রেশমের চেয়েও কোমল। এগুলোর পদক্ষেপ মানুষের দৃষ্টিসীমার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। তারা জান্নাতে ঘোড়ার উপর চড়ে ভ্রমণ করবে। দীর্ঘ পথ পরিক্রমায় এক সময় তারা বলবে, আমাদেরকে নিয়ে চল, আল্লাহ্ কিভাবে মানুষের বিচারকার্য করেন তা একটু দেখে আসি। আল্লাহ্ তাদেরকে দেখে হেসে উঠবেন। আর কোন ক্ষেত্রে আল্লাহ্ বান্দাকে দেখে যখন হেসে ফেলেন, তখন তার আর কোন হিসাব হয় না।
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2159 - ورواه ابن أبي الدنيا من طريق اسمعيل بن عياش أطول منه، وقال فيه : هم الشهداء يبْعَثُهُمُ الله متقلدين أسيافهم حول عَرْشِهِ فَأَتَاهُمْ مَلَائِكَةُ مِنَ الْمَحْشَرِ بِنَجَائِبِ مِنْ ياقوت أزمتها الدر الأبيض برِحَالِ الذهب أعنتها السُّنْدُسُ وَالاسْتَبْرَقُ، وَنَمارِقُهَا الين مِنَ الْحَرِيرِ مَد خطاها مد أبصار الرِّجَالِ يَسِيرُونَ فِي الْجَنَّةِ عَلَى خَيولٍ يَقُولُونَ عِنْدَ طولِ النُّزْهَةِ: انْطَلِقُوا بِنَا نَنْظُرُ كَيْفَ يَقْضى اللَّهُ بَيْنَ خَلْقِهِ يَضْحَك اللَّهُ إِلَيْهِمْ وَإِذَا صَحِكَ الله إلى عبد فِي مَوْطِنٍ فَلَا حِسَابٍ عَلَيْهِ
tahqiqতাহকীক:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৫৯ | মুসলিম বাংলা