আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৫৮
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫৮. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) জিবরাঈল (আ)-কে এ আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেনঃ وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ অর্থাৎ "যখন শিঙ্গায় ফুঁ দেয়া হবে, আসমান ও যমীনের সবই তখন বেঁহুশ হয়ে যাবে। তবে আল্লাহ্ যাদের রক্ষা করবেন, তারা বেঁহুশ হবে না (সূরা যুমার,আয়াত নং- ৬৮)।" আল্লাহ যাঁদেরকে বেঁহুশ করতে চাইবেন না তাঁরা কারা? জিবরাঈল বললেনঃ তারা হলো আল্লাহর পথের শহীদগণ।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। তিনি বলেন, সনদের দিক থেকে হাদীসটি সহীহ।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2158- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه سَأَلَ جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام عَن هَذِه الْآيَة وَنفخ فِي الصُّور فَصعِقَ من فِي السَّمَوَات وَمن فِي الأَرْض إِلَّا من شَاءَ الله الزمر 86 من الَّذين لم يشإ الله أَن يصعقهم قَالَ هم شُهَدَاء الله

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৫৮ | মুসলিম বাংলা