আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৫৭
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫৭. মাসরুক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা হযরত আবদুল্লাহ (রা)-এর কাছে এ আয়াতের অর্থ জানতে চাইলামঃ وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ "যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত; আল্লাহর কাছ থেকে তাদেরকে রিযিক সরবরাহ করা হয়ে থাকে।" আবদুল্লাহ বলেনঃ আমরাও এর অর্থ সম্পর্কে রাসূলুল্লা (ﷺ) এর কাছে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেনঃ তাদের আত্মাসমূহকে এক প্রকার জান্নাতী সবুজ পাখির উদরে পুরে দেয়া হয়। আর সেটির জন্য রয়েছে আরশের নীচে লটকানো উজ্জ্বল ঝাড়। তারা জান্নাতের যথা ইচ্ছা বিচরণ করতে পারে, তবে তারা আবার সেই লটকানো ঝাড়ে এসে আশ্রয় গ্রহণ করে। আল্লাহ্ তাদের প্রতি উকি দিয়ে বলবেন। তোমাদের কি কোন কামনা আছে? তারা বলবে, আমাদের কি কামনা থাকবে, বেহেশতের যথা ইচ্ছা তো আমরা বিচরণ করছিই ? আল্লাহ্ তাদের প্রতি একথা তিনবার বলবেন, যখন তারা বুঝতে পারবে যে, কোন কিছু না চাইলে আর তাদের ছাড়া হচ্ছে না, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবেঃ প্রভূ! আপনার কাছে আমাদের কামনা হচ্ছে আমাদের আত্মাগুলোকে পুনরায় আমাদের দেহে ফিরিয়ে দিন- যাতে করে আমরা আবার আপনার পথে শহীদ হতে পারি। যখন দেখা যাবে, তাদের কোন কামনাই অবশিষ্ট নেই, তখন তাদের ছেড়ে দেয়া হবে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। তিরমিযী এবং অন্যান্যরাও এ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2157- وَعَن مَسْرُوق رَضِي الله عَنهُ قَالَ سَأَلنَا عبد الله عَن هَذِه الْآيَة {وَلَا تحسبن الَّذين قتلوا فِي سَبِيل الله أَمْوَاتًا بل أَحيَاء عِنْد رَبهم يرْزقُونَ} آل عمرَان 961 فَقَالَ أما أَنا فقد سَأَلنَا عَن ذَلِك رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَرْوَاحهم فِي جَوف طير خضر لَهَا قناديل معلقَة بالعرش تسرح من الْجنَّة حَيْثُ شَاءَت ثمَّ تأوي إِلَى تِلْكَ الْقَنَادِيل فَاطلع عَلَيْهِم رَبهم اطلاعة
فَقَالَ هَل تشتهون شَيْئا قَالُوا أَي شَيْء نشتهي وَنحن نَسْرَح من الْجنَّة حَيْثُ شِئْنَا فَفعل ذَلِك بهم ثَلَاث مَرَّات فَلَمَّا رَأَوْا أَنهم لن يتْركُوا من أَن يسْأَلُوا
قَالُوا يَا رب نُرِيد أَن ترد أَرْوَاحنَا فِي أَجْسَادنَا حَتَّى نقْتل فِي سَبِيلك مرّة أُخْرَى فَلَمَّا رأى أَن لَيْسَ لَهُم حَاجَة تركُوا

رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৫৭ | মুসলিম বাংলা