আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৫৬
অধ্যায়ঃ জিহাদ
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫৬. বুখারীর এক বর্ণনায় হযরত আনাস (রা) বলেন, বীরে মাউনায় যাদের হত্যা করা হয়েছিল, তাদের সম্পর্কে কুরমান মজীদের আয়াত নাযিল হয়েছিল। আমরা তা পাঠ করেছিলাম। কিন্তু সে অংশটুকু পরে রহিত হয়ে গেছে। আয়াতটুকু ছিল "হে আল্লাহ। আপনি আমাদের কওমের কাছে এ সংবাদটি পৌছিয়ে দিন যে, আমরা প্রভুর কাছে পৌছে গিয়েছি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমরাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছি।
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2156- وَفِي رِوَايَة للْبُخَارِيّ قَالَ أنس رَضِي الله عَنهُ أنزل فِي الَّذين قتلوا ببئر مَعُونَة قُرْآن قرأناه ثمَّ نسخ بعد بلغُوا قَومنَا أَنا قد لَقينَا رَبنَا فَرضِي عَنَّا ورضينا عَنهُ