আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৫৫
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু লোক নবী করীম (ﷺ) -এর কাছে এসে বলল, কুরআন ও সুন্নাহর জ্ঞান দানের জন্য আমাদের সাথে কিছু লোক দিন। রাসুলুল্লাহ্ (ﷺ) তাদের সাথে সত্তর জন আনসারী সাহাবীকে পাঠিয়ে দেন। তাঁদেরকে কুর্রা বলে অভিহিত করা হতো। তাঁদের মধ্যে আমার মামা হারামও ছিলেন। তাঁরা রাতে নিজেরা কুরআন তিলাওয়াত করতেন এবং পাঠ গ্রহণ করতেন ও কুরআনের অর্থ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতেন, আর দিনের বেলায় পানি এনে মসজিদে রাখতেন। দিনে কাঠ কেটে বাজারে বিক্রি করে আহলে সুফফা ও গরীবদের জন্য খাবার সংগ্রহ করতেন। নবী করীম আগন্তুক ব্যক্তিদের সাথে তাঁদেরকে পাঠিয়ে দিলেন, কিন্তু ঐ সব লোক গন্তব্যস্থলে পৌঁছার পূর্বেই এদের উপর চড়াও হয়ে তাঁদেরকে হত্যা করে। তাঁরা তখন ফরিয়াদ করে বলেছিলেনঃ "হে আল্লাহ্! আপনি আমাদের নবী (ﷺ) -এর কাছে আমাদের এ সংবাদ পৌঁছিয়ে দিন যে, আমরা আপনার সমীপে পৌছে গিয়েছি এবং আমরা আপনার প্রতি সন্তুষ্ট রয়েছি এবং আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট।
রা'বী বলেন, এক ব্যক্তি আনাসের মামা হারামের পিছন দিকে থেকে এসে বল্লম দিয়ে আঘাত করায় তিনি পড়ে গেলেন, তাঁর মুখে উচ্চারিত হলঃ কা'বার মালিকের কসম! আমি সফল হয়ে গেছি। রাসূলুল্লাহ্ (ﷺ) ঘটনার সংবাদ দিয়ে বললেন, তোমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছে। তারা বলেছিল, হে আল্লাহ্। আপনি আমাদের নবী (ﷺ) -এর কাছে এ সংবাদ পৌছিয়ে দিন যে, আমরা আপনার সমীপে পৌঁছে গিয়েছি। আমরা আপনার প্রতি সন্তুষ্ট আর আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ মুসলিম-এর।)
রা'বী বলেন, এক ব্যক্তি আনাসের মামা হারামের পিছন দিকে থেকে এসে বল্লম দিয়ে আঘাত করায় তিনি পড়ে গেলেন, তাঁর মুখে উচ্চারিত হলঃ কা'বার মালিকের কসম! আমি সফল হয়ে গেছি। রাসূলুল্লাহ্ (ﷺ) ঘটনার সংবাদ দিয়ে বললেন, তোমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছে। তারা বলেছিল, হে আল্লাহ্। আপনি আমাদের নবী (ﷺ) -এর কাছে এ সংবাদ পৌছিয়ে দিন যে, আমরা আপনার সমীপে পৌঁছে গিয়েছি। আমরা আপনার প্রতি সন্তুষ্ট আর আপনিও আমাদের প্রতি সন্তুষ্ট।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ মুসলিম-এর।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2155- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ جَاءَ أنَاس إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن ابْعَثْ مَعنا رجَالًا يعلمونا الْقُرْآن وَالسّنة فَبعث إِلَيْهِم سبعين رجلا من الْأَنْصَار يُقَال لَهُم الْقُرَّاء فيهم خَالِي حرَام يقرؤون الْقُرْآن وَيَتَدَارَسُونَهُ بِاللَّيْلِ يتعلمون وَكَانُوا بِالنَّهَارِ يجيئون بِالْمَاءِ فيضعونه فِي الْمَسْجِد ويحتطبون فيبيعونه ويشترون بِهِ الطَّعَام لاهل الصّفة وللفقراء فبعثهم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَيْهِم فعرضوا لَهُم فَقَتَلُوهُمْ قبل أَن يبلغُوا الْمَكَان فَقَالُوا اللَّهُمَّ أبلغ عَنَّا نَبينَا أَنا قد لقيناك فرضينا عَنْك ورضيت عَنَّا
قَالَ وأتى رجل حَرَامًا خَال أنس من خَلفه فطعنه بِرُمْح حَتَّى أنفذه فَقَالَ حرَام فزت وَرب الْكَعْبَة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن إخْوَانكُمْ قد قتلوا وَإِنَّهُم قَالُوا اللَّهُمَّ أبلغ عَنَّا نَبينَا أَنا قد لقيناك فرضينا عَنْك ورضيت عَنَّا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
قَالَ وأتى رجل حَرَامًا خَال أنس من خَلفه فطعنه بِرُمْح حَتَّى أنفذه فَقَالَ حرَام فزت وَرب الْكَعْبَة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن إخْوَانكُمْ قد قتلوا وَإِنَّهُم قَالُوا اللَّهُمَّ أبلغ عَنَّا نَبينَا أَنا قد لقيناك فرضينا عَنْك ورضيت عَنَّا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
