আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৫৪
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫৪. এ হাদীসটি আহমদ আবু ইয়ালা এবং ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁদের বর্ণিত শব্দসমূহ 'রাতের ইবাদত' পরিচ্ছেদে পূর্বে বর্ণিত হয়েছে। এ মর্মে হযরত আবুদ-দারদা (রা)-এর বর্ণিত হাদীসটিও ইতোপূর্বে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তিন ব্যক্তিকে আল্লাহ্ ভালবাসেন ও তাদের প্রতি তাকিয়ে হাসতে থাকেন এবং তাদের দ্বারা আনন্দিত বোধ করেন। যখন সৈন্যরা যুদ্ধ থেকে পলায়ন করে যায়, তখন যে ব্যক্তি একাই শত্রুর মুকাবিলায় মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যুদ্ধ করতে থাকে। আল্লাহ তাকে সাহায্য করুন বা মৃত্যু দান করুন এবং তার উদ্দেশ্যে সফল করুন। তখন আল্লাহ্ বলেনঃ হে ফিরিশতাগণ। তোমরা আমার বান্দাকে দেখ, সে আমার উপর ভরসা করে কেমনে জীবন বাজি রেখে যুদ্ধ করছে। হাদীসের শেষ পর্যন্ত।
(এটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2154- وَرَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَتقدم لَفظهمْ فِي قيام اللَّيْل
وَتقدم فِيهِ أَيْضا حَدِيث أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاثَة يُحِبهُمْ الله ويضحك إِلَيْهِم ويستبشر بهم الَّذِي إِذا انكشفت فِئَة قَاتل وَرَاءَهَا بِنَفسِهِ لله عز وَجل فإمَّا أَن يقتل وَإِمَّا أَن ينصره الله ويكفيه فَيَقُول انْظُرُوا إِلَى عَبدِي هَذَا كَيفَ صَبر لي بِنَفسِهِ
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৫৪ | মুসলিম বাংলা