আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৫৩
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫৩. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ্ খুশি হন ঐ ব্যক্তির প্রতি যে জিহাদে তার সাথীরা পরাজিত হয়ে চলে গেছে, সে পরাজিত হওয়ার পর শাস্তির কথা ভেবে আবার ফিরে এসে আমৃত্যু জিহাদ করে। তখন মহান আল্লাহ্ ফিরিশতাদের ডেকে বললেন, আমার ঐ বান্দাকে দেখ, সে আমার সন্তুষ্টি এবং শাস্তি থেকে পরিত্রাণ লাভের জন্য আমার জিহাদে ফিরে এসে আমৃত্যু জিহাদ করেছে।
(হাদীসটি আবু দাউদ আতা ইব্ন সায়িব সূত্রে মুররা থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবু দাউদ আতা ইব্ন সায়িব সূত্রে মুররা থেকে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2153- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عجب رَبنَا تبَارك وَتَعَالَى من رجل غزا فِي سَبِيل الله فَانْهَزَمَ يَعْنِي أَصْحَابه فَعلم مَا عَلَيْهِ فَرجع حَتَّى أهريق دَمه فَيَقُول الله عز وَجل لملائكته انْظُرُوا إِلَى عَبدِي رَجَعَ رَغْبَة فِيمَا عِنْدِي وشفقة مِمَّا عِنْدِي حَتَّى أهريق دَمه
رَوَاهُ أَبُو دَاوُد عَن عَطاء بن السَّائِب عَن مرّة عَنهُ
رَوَاهُ أَبُو دَاوُد عَن عَطاء بن السَّائِب عَن مرّة عَنهُ
