আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৫২
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, উম্মু রুবাঈ বিনতে বারা (রা)-যিনি ছিলেন হারিসা বিনতে সুরাকার মাতা, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এসে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ। আপনি হারিসা সম্পর্কে কিছু বলবেন কি? সে বদর যুদ্ধে নিহত হয়েছিল। যদি সে জান্নাতে গিয়ে থাকে, তবে আমি ধৈর্যধারণ করব, আর যদি অন্য কিছু হয়ে থাকে, তাহলে আমি ওর জন্য অশ্রুপাত করব। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ হে হারিসার মা। জান্নাতের অনেকগুলো বাগানের মধ্যে তোমার ছেলে সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস পেয়েছে।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছে।)
(হাদীসটি বুখারী বর্ণনা করেছে।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2152- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن أم الرّبيع بنت الْبَراء رَضِي الله عَنْهَا وَهِي أم حَارِثَة بنت سراقَة أَتَت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا تُحَدِّثنِي عَن حَارِثَة وَكَانَ قتل يَوْم بدر فَإِن كَانَ فِي الْجنَّة صبرت وَإِن كَانَ غير ذَلِك اجتهدت عَلَيْهِ بالبكاء فَقَالَ يَا أم حَارِثَة إِنَّهَا جنان فِي الْجنَّة وَإِن ابْنك أصَاب الفردوس الْأَعْلَى
رَوَاهُ البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ
