আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৫১
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫১. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এক গ্রাম্য ব্যক্তির তাঁবুর পাশ দিয়ে যুদ্ধে যাচ্ছিলেন, গ্রাম্য লোকটি তাঁবুর কোণ উঁচিয়ে বলল, কাদের এই কাফেলা? বলা হল, রাসূলুল্লাহ (ﷺ) ও সাহাবীগণ যুদ্ধে যাচ্ছেন। লোকটি বলল, পার্থিব কোন কিছু কি তারা পাবে? বলা হল, হ্যাঁ, তারা গনীমত পাবে এবং মুসলমানদের মধ্যে তা বণ্টিত হবে। এরপর লোকটি তার উটের কাছে চলে গেল এবং লাগাম লাগিয়ে সেটিকে সামনের দিকে হাঁকিয়ে তাঁদের সাথে রওয়ানা হল। লোকটি তার উটকে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর দিকে হাঁকালে অন্যেরা তার উটটিকে দূরে সরিয়ে দিচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) এটি দেখে বললেন, এই নজদীকে আমার কাছে আসতে দাও। ঐ সত্তার কসম যাঁর হাতে আমার জীবন। নিশ্চয়ই সে জান্নাতী রাজ-রাজড়াদের একজন হবে।
রাবী বলেন, এরপর তাঁরা সবাই শত্রুর মুখোমুখি হলেন এবং এই লোকটিও জিহাদ করে শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এ সংবাদ পৌঁছালে তিনি প্রশান্ত চিত্তে হাসতে হাসতে লোকটির পাশে এসে বসলেন। একটু পরেই তিনি লোকটির দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমরা জিজ্ঞেস করলাম, আমরা আপনাকে দেখলাম আনন্দে আপনি হাসছেন, কিন্তু পরক্ষণেই আপনি মুখ ফিরিয়ে নিলেন? তিনি বললেনঃ তোমরা আমাকে আনন্দিত বা হাস্যোজ্জ্বল অবস্থায় যা দেখেছ, তখন আমি দেখছিলাম আল্লাহর কাছে লোকটির কত মর্যাদা। আর আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম এ কারণে যে, তার মাথার কাছে আয়তলোনা হুরদের মধ্যকার তার স্ত্রী এসে হাযির হয়েছিল।
(হাদীসটি বায়হাকী হাসান সনদে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2151- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مر بخباء أَعْرَابِي وَهُوَ فِي أَصْحَابه يُرِيدُونَ الْغَزْو فَرفع الْأَعرَابِي نَاحيَة من الخباء فَقَالَ من الْقَوْم فَقيل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه يُرِيدُونَ الْغَزْو فَقَالَ هَل من عرض الدُّنْيَا يصيبون قيل لَهُ نعم يصيبون الْغَنَائِم ثمَّ تقسم بَين الْمُسلمين فَعمد إِلَى بكر لَهُ فاعتقله وَسَار مَعَهم فَجعل يدنو ببكره إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَجعل أَصْحَابه يذودون بكره عَنهُ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دعوا لي النجدي فوالذي نَفسِي بِيَدِهِ إِنَّه لمن مُلُوك الْجنَّة
قَالَ فَلَقوا الْعَدو فاستشهد فَأخْبر بذلك النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأَتَاهُ فَقعدَ عِنْد رَأسه مُسْتَبْشِرًا أَو قَالَ مَسْرُورا يضْحك ثمَّ أعرض عَنهُ فَقُلْنَا يَا رَسُول الله رَأَيْنَاك مُسْتَبْشِرًا تضحك ثمَّ أَعرَضت عَنهُ فَقَالَ أما مَا رَأَيْتُمْ من استبشاري أَو قَالَ سروري فَلَمَّا رَأَيْت من كَرَامَة روحه على الله عز وَجل وَأما إعراضي عَنهُ فَإِن زَوجته من الْحور الْعين الْآن عِنْد رَأسه

رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৫১ | মুসলিম বাংলা