আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৫০
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৫০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি এসে বলল, ইয়া রাসুলাল্লাহ। আমি একজন কাফ্রী। শরীর দুর্গন্ধময় ও চেহারা কুৎসিত; আমার কোন সম্পদও নেই। আমি যদি এদের বিরুদ্ধে জিহাদ করে নিহত হই, তখন আমার ঠিকানা কোথায় হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, জান্নাতে। এরপর লোকটি জিহাদ করে শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ্ (ﷺ) লোকটির শবদেহের কাছে এসে বললেন, আল্লাহ্ তোমার চেহারা উজ্জ্বল ও শরীর সুগন্ধিময় করে দিয়েছেন এবং তোমাকে অধিক সম্পদের অধিকারী করে দিয়েছেন। তিনি ঐ ব্যক্তি বা অন্য কাউকে লক্ষ্য করে ঐ কথাও বলেছিলেনঃ আমি দেখেছি আয়তলোচনা হুরদের মধ্য থেকে তার স্ত্রী তার গায়ের পশমের জামাটি টেনে লোকটির সাথে জামার ভিতর ঢুকে যাচ্ছে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2150- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن رجلا أسود أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنِّي رجل أسود منتن الرّيح قَبِيح الْوَجْه لَا مَال لي فَإِن أَنا قَاتَلت هَؤُلَاءِ حَتَّى أقتل فَأَيْنَ
أَنا قَالَ فِي الْجنَّة فقاتل حَتَّى قتل فَأَتَاهُ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ قد بيض الله وَجهك وَطيب رِيحك وَأكْثر مَالك وَقَالَ لهَذَا أَو لغيره لقد رَأَيْت زَوجته من الْحور الْعين نازعته جُبَّة لَهُ من صوف تدخل بَينه وَبَين جبته

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৫০ | মুসলিম বাংলা