আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৪৯
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৪৯. হযরত রাশিদ ইবন সা'দ (র) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর জনৈক সাহাবী থেকে বর্ণিত যে, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। মু'মিনদের কি হলো যে, শহীদদের ছাড়া তাদের সবাইকে কবরের পরীক্ষার সম্মুখীন হতে হয়? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শহীদের মাথার উপর তরবারির আঘাতটিই এ পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যায়।
(হাদীট নাসাঈ বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2149- وَعَن رَاشد بن سعد رَضِي الله عَنهُ عَن رجل من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا قَالَ يَا رَسُول الله مَا بَال الْمُؤمنِينَ يفتنون فِي قُبُورهم إِلَّا الشَّهِيد قَالَ كفى ببارقة السيوف على رَأسه فتْنَة

رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৪৯ | মুসলিম বাংলা