আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৪৮
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৪৮. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের ভাইয়েরা যখন শহীদ হয়ে যায়, আল্লাহ্ তাদের রূহকে সবুজ পাখির উদরে পুরে দেন। তারা বেহেশতের নদী তীরে অবতরণ করে এবং বেহেশতী ফল আহার করে। আল্লাহর আরশের ছায়ার নীচে লটাকানো স্বর্ণের ঝাড়ে তারা আশ্রয় গ্রহণ করে। যখন তারা তাদের বেহেশতী আহার্য, পানীয় ও নিবাসের স্বাদ পেতে থাকবে, তখন জিজ্ঞেস করবে, কে এ সংবাদ আমাদের ভাইদের কাছে পৌঁছে দেবে যে, আমরা বেহেশতে জীবিতাবস্থায় আছি এবং আমাদের জন্য বেহেশতী রিযক পরিবেশন করা হয়ে থাকে- যাতে করে তারা জিহাদে অংশ গ্রহণে বিরত না থাকে এবং ভীরুর মত যুদ্ধ থেকে পশ্চাতে না থাকে। আল্লাহ বলবেন, আমি তোমাদের পক্ষ থেকে এ সংবাদ পৌছিয়ে দেব। তারপর মহান আল্লাহ্ আয়াত নাযিল করলেনঃ
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا إلى آخر الآية অর্থঃ "যারা আল্লাহ পথে মৃত্যুবরণ করেছে, তাদের তোমরা মৃত মনে করো না……………আয়াতের শেষ পর্যন্ত।"
(হাদীসটি আবূ দাউদ ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2148- وَعَن ابْن عَبَّاس أَيْضا رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لما أُصِيب إخْوَانكُمْ جعل الله أَرْوَاحهم فِي جَوف طير خضر ترد أَنهَار الْجنَّة تَأْكُل من ثمارها وتأوي إِلَى قناديل من ذهب معلقَة فِي ظلّ الْعَرْش فَلَمَّا وجدوا طيب مَأْكَلهمْ وَمَشْرَبهمْ وَمَقِيلهمْ
قَالُوا من يبلغ إِخْوَاننَا عَنَّا أَنا أَحيَاء فِي الْجنَّة نرْزق لِئَلَّا يَزْهَدُوا فِي الْجِهَاد وَلَا ينكلُوا عَن الْحَرْب فَقَالَ الله تَعَالَى أَنا أبلغهم عَنْكُم
قَالَ فَأنْزل الله عز وَجل {وَلَا تحسبن الَّذين قتلوا فِي سَبِيل الله أَمْوَاتًا} آل عمرَان 961
إِلَى آخر الْآيَة

رَوَاهُ أَبُو دَاوُد وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৪৮ | মুসলিম বাংলা