আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৬০
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৬০. হযরত আমির ইবন সা'দ (রা) তাঁর পিতা সূত্রে বর্ণনা করেন যে, এক ব্যক্তি সালাত আদায়ের উদ্দেশ্যে আসল, তখন নবী করীম (ﷺ) সালাতে রত ছিলেন। সালাতের সারি যখন শেষ হলো, তখন লোকটি বলল, হে আল্লাহ! তুমি নেককার বান্দাদের, যে পুরস্কার দান কর, তার উত্তম পুরস্কারটি তুমি আমাকে দান কর। নবী সালাত শেষ করে বললেন, একটু আগে এখানে কে কথা বলছিল? লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ। আমি (কথা বলেছিলাম)। তিনি বললেন, তাহলে তোমার ঘোড়াটির পা কেটে দেয়া হবে এবং তুমি নিজে শহীদ হয়ে যাবে।
(হাদীসটি আবু ইয়ালা ও বাযযার বর্ণনা করেছেন। ইব্‌ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্তানুসারে সহীহ।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2160- وَعَن عَامر بن سعد رَضِي الله عَنهُ عَن أَبِيه أَن رجلا جَاءَ إِلَى الصَّلَاة وَالنَّبِيّ صلى الله عَلَيْهِ وَسلم يُصَلِّي فَقَالَ حِين انْتهى الصَّفّ اللَّهُمَّ آتني أفضل مَا تؤتي عِبَادك الصَّالِحين فَلَمَّا قضى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الصَّلَاة قَالَ من الْمُتَكَلّم آنِفا فَقَالَ الرجل أَنا يَا رَسُول الله
قَالَ إِذا يعقر جوادك وتستشهد

رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৬০ | মুসলিম বাংলা