আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৬১
জিহাদ করা ও জিহাদের সংকল্প ছাড়া মৃত্যুবরণ করার ব্যাপারে ভীতি প্রদর্শন ও বিভিন্ন পর্যায়ের মৃত্যু যাতে মানুষ শহীদের মর্যাদাপ্রাপ্ত হয় এবং প্লেগ মহামারী থেকে পলায়নের হুঁশিয়ারী প্রসঙ্গে
২১৬১. হযরত আবূ ইমরান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রোম শহরে ছিলাম, তখন আমাদের বিরুদ্ধে এক বিরাট রোমান বাহিনী বেরিয়ে আসল। এদের মুকাবিলার জন্য সমপরিমাণ বা সমধিক মুসলিম সৈন্য বেরিয়ে আসে। তখন মিসরের শাসক ছিলেন হযরত উক্‌বা ইবন আমির (রা)। সেনা প্রধান ছিলেন হযরত ফুযালা ইবন উবাইদ (রা)। মুসলিম বাহিনীর এক সৈনিক অগ্রসর হতে হতে রোমান বাহিনীর মধ্যে ঢুকে পড়ল। তা লক্ষ্য করে লোকজন চিৎকার দিয়ে উঠল, 'সুবহানাল্লাহ্।' লোকটি নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিল। তখন হযরত আবু আইউব (রা) দাঁড়িয়ে বললেন, "হে লোক সকল। তোমরা এমন অপব্যাখ্যা করছো? অথচ এ আয়াতটি আনসার সাহাবীদের ব্যাপারে নাযিল হয়েছিল। যখন আল্লাহ ইসলামকে সম্মানিত করেছিলেন এবং ইসলামের সাহায্যকারীও ছিলেন অনেক। তখন আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর অগোচরে বলাবলি করতাম, শুধু শুধু আমাদের সম্পদের ক্ষতি হচ্ছে। অথচ আল্লাহ্ তা'আলা ইসলামকে শক্তিশালী করেছেন এবং ইসলামের সাহায্যকারীও রয়েছে প্রচুর। আমরা যদি আমাদের মাল-সম্পদ ধরে থাকতাম এবং যা ক্ষতি হয়ে গিয়েছে তা ঠিক করে নিতাম। তখন আল্লাহ্ তা'আলা আমাদের ধারণার বিপক্ষে, নবী করীম (ﷺ) -এর কাছে আয়াত নাযিল করলেন ঃ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إلى التهلكة "তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।” প্রকৃতপক্ষে মাল-সম্পদ আঁকড়ে থাকা ও সম্পদ ঠিক রাখা এবং যুদ্ধ ত্যাগ করাতেই আমাদের ধ্বংস। এর পর হযরত আবু আইউব (রা) আল্লাহর পথে জিহাদে নিয়োজিত থাকলেন, এবং শেষ পর্যন্ত রোমের মাটিতেই* সমাহিত হলেন।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি গরীব ও সহীহ।)

* সেকালে ভ্যাটিক্যান সিটির মতই বাইজান্টায়ন সাম্রাজ্য তথা খ্রীস্টজগতের শীর্ষস্থান ও অন্যতম রাজধানী ছিল কনস্টান্টিনাপল বা কাস্তানতুনিয়া। সেই গুরুত্বপূর্ণ নগরীর প্রাচীরের কোল ঘেঁষেই হযরত আবু আইউব আনসারী (রা)-কে তাঁর অন্তিম ইচ্ছা অনুসারে দাফন করা হয়।
التَّرْهِيب من أَن يَمُوت الْإِنْسَان وَلم يغز وَلم ينْو الْغَزْو وَذكر أَنْوَاع من الْمَوْت تلْحق أَرْبَابهَا بِالشُّهَدَاءِ والترهيب من الْفِرَار من الطَّاعُون
2161- عَن أبي عمرَان رَضِي الله عَنهُ قَالَ كُنَّا بِمَدِينَة الرّوم فأخرجوا إِلَيْنَا صفا عَظِيما من الرّوم فَخرج إِلَيْهِم من الْمُسلمين مثلهم أَو أَكثر وعَلى أهل مصر عقبَة بن عَامر رَضِي الله عَنهُ وعَلى الْجَمَاعَة فضَالة بن عبيد رَضِي الله عَنهُ فَحمل رجل من الْمُسلمين على صف الرّوم حَتَّى دخل بَينهم فصاح النَّاس وَقَالُوا سُبْحَانَ الله يلقِي بِيَدِهِ إِلَى التَّهْلُكَة فَقَامَ أَبُو أَيُّوب فَقَالَ أَيهَا النَّاس إِنَّكُم لتأولون هَذَا التَّأْوِيل وَإِنَّمَا نزلت هَذِه الْآيَة لبَعض سرا دون رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أَمْوَالنَا قد ضَاعَت وَإِن الله تَعَالَى قد أعز الْإِسْلَام وَكثر ناصروه فَلَو أَقَمْنَا فِي أَمْوَالنَا وأصلحنا مَا ضَاعَ مِنْهَا فَأنْزل الله تَعَالَى على نبيه صلى الله عَلَيْهِ وَسلم مَا يرد علينا مَا قُلْنَا وللفقراء فِي سَبِيل الله {وَلَا تلقوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَة} الْبَقَرَة 691 وَكَانَت التَّهْلُكَة الْإِقَامَة على الْأَمْوَال وإصلاحها فِينَا معشر
الْأَنْصَار لما أعز الله الْإِسْلَام وَكثر ناصروه فَقَالَ بَعْضنَا وَتَركنَا الْغَزْو فَمَا زَالَ أَبُو أَيُّوب شاخصا فِي سَبِيل الله حَتَّى دفن بِأَرْض الرّوم

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৬১ | মুসলিম বাংলা