আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৬২
জিহাদ করা ও জিহাদের সংকল্প ছাড়া মৃত্যুবরণ করার ব্যাপারে ভীতি প্রদর্শন ও বিভিন্ন পর্যায়ের মৃত্যু যাতে মানুষ শহীদের মর্যাদাপ্রাপ্ত হয় এবং প্লেগ মহামারী থেকে পলায়নের হুঁশিয়ারী প্রসঙ্গে
২১৬২. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা নগদ ক্রয়-বিক্রয়ে লিপ্ত হয়ে যাবে এবং গরুর লেজ ধরে থাকবে, কৃষিকার্যেই নিজেকে সুখী মনে করবে এবং জিহাদ ছেড়ে দিবে, তখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। যাবৎ না তোমরা তোমাদের দীনের দিকে প্রত্যাবর্তন করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্ তোমাদের লাঞ্ছনার অবসান ঘটাবেন না।
(হাদীসটি আবু দাউদ ও অন্যান্যরা মিসর প্রবাসী ইসহাক ইবন উসায়ন সূত্রে বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من أَن يَمُوت الْإِنْسَان وَلم يغز وَلم ينْو الْغَزْو وَذكر أَنْوَاع من الْمَوْت تلْحق أَرْبَابهَا بِالشُّهَدَاءِ والترهيب من الْفِرَار من الطَّاعُون
2162- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تبايعتم بالعينة وأخذتم أَذْنَاب الْبَقر ورضيتم بالزرع وتركتم الْجِهَاد سلط الله عَلَيْكُم ذلا لَا يَنْزعهُ حَتَّى ترجعوا إِلَى دينكُمْ

رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره من طَرِيق إِسْحَاق بن أسيد نزيل مصر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৬২ | মুসলিম বাংলা