আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৬৩
জিহাদ করা ও জিহাদের সংকল্প ছাড়া মৃত্যুবরণ করার ব্যাপারে ভীতি প্রদর্শন ও বিভিন্ন পর্যায়ের মৃত্যু যাতে মানুষ শহীদের মর্যাদাপ্রাপ্ত হয় এবং প্লেগ মহামারী থেকে পলায়নের হুঁশিয়ারী প্রসঙ্গে
২১৬৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জিহাদ না করে মৃত্যুবরণ করল এবং জিহাদের ইচ্ছার উদ্রেকও তার অন্তরে হল না, সে এক প্রকার মুনাফিকী তথা কপটতা নিয়েই মৃত্যুবরণ করল।
(হাদীসটি আবু দাউদ, মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من أَن يَمُوت الْإِنْسَان وَلم يغز وَلم ينْو الْغَزْو وَذكر أَنْوَاع من الْمَوْت تلْحق أَرْبَابهَا بِالشُّهَدَاءِ والترهيب من الْفِرَار من الطَّاعُون
2163- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَاتَ وَلم يغز وَلم يحدث بِهِ نَفسه مَاتَ على شُعْبَة من النِّفَاق

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৬৩ | মুসলিম বাংলা