আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৬৪
জিহাদ করা ও জিহাদের সংকল্প ছাড়া মৃত্যুবরণ করার ব্যাপারে ভীতি প্রদর্শন ও বিভিন্ন পর্যায়ের মৃত্যু যাতে মানুষ শহীদের মর্যাদাপ্রাপ্ত হয় এবং প্লেগ মহামারী থেকে পলায়নের হুঁশিয়ারী প্রসঙ্গে
২১৬৪. হযরত আবূ উমামা (রা) সূত্রে নবী করীম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি জিহাদ করেনি অথবা কোন মুজাহিদকে যুদ্ধ সরঞ্জামে সজ্জিত করে দেয়নি অথবা কোন মুজাহিদের অনুপস্থিতিতে তার পরিবার-পরিজনের কোন প্রকার তত্ত্বাবধান বা উপকার সাধন করেনি, কিয়ামতের আগেই আল্লাহ্ তা'আলা তাকে অতর্কিত বিপর্যয়ের দ্বারা বিপর্যস্ত করবেন।
(হাদীসটি আবূ দাউদ ও ইবন মাজাহ কাসিম সূত্রে হযরত আবু উমামা (রা) থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আবূ দাউদ ও ইবন মাজাহ কাসিম সূত্রে হযরত আবু উমামা (রা) থেকে বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من أَن يَمُوت الْإِنْسَان وَلم يغز وَلم ينْو الْغَزْو وَذكر أَنْوَاع من الْمَوْت تلْحق أَرْبَابهَا بِالشُّهَدَاءِ والترهيب من الْفِرَار من الطَّاعُون
2164- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من لم يغز أَو يُجهز غازيا أَو يخلف غازيا فِي أَهله بِخَير أَصَابَهُ الله تَعَالَى بقارعة قبل يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه عَن الْقَاسِم عَن أبي أُمَامَة
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه عَن الْقَاسِم عَن أبي أُمَامَة
