আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০৩০
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০৩০. হয়রত উকবা ইবন আব্‌দ আস-সুলামী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের উদ্দেশ্যে বললেনঃ তোমরা যাও, লড়াই কর। উকবা বলেন, তারপর এক ব্যক্তি একটি তীর নিক্ষেপ করল। রাসুলুল্লাহ (ﷺ) বললেন। সে নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছে।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2030- وَعَنْ عُقْبَةَ بْنِ عَبْدِ السُّلَمِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيّ ﷺ قَالَ لِأَصْحَابِهِ : قوْمُوا فَقَاتِلُوا قَالَ : فَرَمى رَجُلُ بِسَهم - فَقَالَ النَّبِيُّ ﷺ أَوْجَبَ هَذَا- رواه احمد باسناد حسن
tahqiqতাহকীক:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০৩০ | মুসলিম বাংলা