আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০৩১
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০৩১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করল, সেটি লক্ষ্যভেদ করুক বা ভেঙ্গে যাক, এতে তার বনী ইসমাঈল-এর চারটি গোলাম মুক্ত করার সমতুল্য সওয়াব হবে।
(হাদীসটি বাযযার শাবীব ইবন বিশর সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি বাযযার শাবীব ইবন বিশর সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2031- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من رمى رمية فِي سَبِيل الله قصر أَو بلغ كَانَ لَهُ مثل أجر أَرْبَعَة أنَاس من بني إِسْمَاعِيل أعتقهم
رَوَاهُ الْبَزَّار عَن شبيب بن بشر عَن أنس
رَوَاهُ الْبَزَّار عَن شبيب بن بشر عَن أنس
