আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২০২৯
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০২৯. হযরত আবু উমামা (রা) সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি ইসলামী জীবন যাত্রার মাধ্যমে বার্ধক্যে উপনীত হলো, কিয়ামতের দিন এটি তার জন্য একটি উজ্জ্বল আলোতে পরিণত হবে। আর যে ব্যক্তি আল্লাহর পথে একটি তীর নিক্ষেপ করল, তা লক্ষ্যভেদ করুক বা নাই করুক, এটি তার জন্য বনী ইসমাঈল-এর একটি গোলাম মুক্ত করার সমতুল্য হবে।
(হাদীসটি তাবারানী দু'টি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ নির্ভরযোগ্য।)
(হাদীসটি তাবারানী দু'টি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ নির্ভরযোগ্য।)
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2029- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من شَاب شيبَة فِي الْإِسْلَام كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة وَمن رمى بِسَهْم فِي سَبِيل الله أَخطَأ أَو أصَاب كَانَ لَهُ بِمثل رَقَبَة من ولد إِسْمَاعِيل
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا ثِقَات
