আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২০২৮
আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপকরণ ও তীরন্দাজী প্রশিক্ষণের উৎসাহ দান এবং যে এটির প্রতি আকাঙ্ক্ষা থেকে শিক্ষা গ্রহণের পর পরিত্যাগ করে তার প্রতি ভীতিপ্রদর্শন প্রসঙ্গে
২০২৮. হযরত মা’দান ইবন আবু তালহা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে আমি তায়েফ অবরোধে শরীক ছিলাম। তখন আমি তাঁকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি আল্লাহর পথে একটি তীর নিক্ষেপ করে, সেটি জান্নাতে তার এক ধাপ মর্যাদা বৃদ্ধি করবে। মা'দান বলেন, সেদিন আমি ষোলটি তীর টিক্ষেণ করেছিলাম।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।
الترغيب في الرمي في سبيل الله وتعلمه والترهيب من تركه بعد تعلمه رغبة عنه
2028 - وَعَن معدان بن أبي طَلْحَة رَضِي الله عَنهُ قَالَ حاصرنا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الطَّائِف فَسَمعته يَقُول من بلغ بِسَهْم فِي سَبِيل الله فَهُوَ لَهُ دَرَجَة فِي الْجنَّة
قَالَ فبلغت يَوْمئِذٍ سِتَّة عشر سَهْما

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২০২৮ | মুসলিম বাংলা