আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯১৩
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯১৩. হযরত উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলমানদের ইজ্জত-সম্মান রক্ষার্থে যদি কোন ব্যক্তি পূণ্যলাভের আশায় রমযান ছাড়া অন্য কোন একটি দিন আল্লাহর পথে সশস্ত্র প্রহরায় ব্যয় করে, তাকে একশ বছর দিনে রোযা ও রাতের ইবাদত থেকে বেশি সওয়াব দান করা হবে এবং যে ব্যক্তি মুসলমানদের ইজ্জত রক্ষার্থে রমযানের কোন একটি দিন আল্লাহর পথে সশস্ত্র প্রহরায় কাটায়, আল্লাহর কাছে রাবী বলেন, আমার ধারণা যে, তিনি বলেছেন। দু'হাজার বছর দিনে রোযা'ও রাতের ইবাদতের চেয়েও তা শ্রেষ্ঠ। যদি আল্লাহ্ তাকে সুস্থাবস্থায় পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে আনেন, তাহলে এক হাজার বছর পর্যন্ত কোন গুনাহ তাঁর আমলনামায় লিখা হবে না, বরং সওয়াব লিখা হবে এবং কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সশস্ত্র প্রহরারত ব্যক্তির সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। বানোয়াট হাদীসের লক্ষণ এতে সুস্পষ্ট। তবে এতে আশ্চর্যের কিছু নেই। কেননা আমর ইবন সাবীহ আল-খুরাসানী হলেন এর বর্ণনাকারী। হাদীসের মৌলিক গ্রন্থসমূহে এটি উল্লেখিত না থাকলে আমরা এর আলোচনা করতাম না।)
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। বানোয়াট হাদীসের লক্ষণ এতে সুস্পষ্ট। তবে এতে আশ্চর্যের কিছু নেই। কেননা আমর ইবন সাবীহ আল-খুরাসানী হলেন এর বর্ণনাকারী। হাদীসের মৌলিক গ্রন্থসমূহে এটি উল্লেখিত না থাকলে আমরা এর আলোচনা করতাম না।)
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1913- وروى عَنْ أَبِي بْنِ كَعْبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ لَرِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللهِ مِنْ وَرَاءِ عَوْرَةِ الْمُسْلِمِينَ مُحْتَسِبًا مِنْ غَيْرِ شَهْرِ رَمَضَانَ أَعْظَمُ أَجْرًا مِنْ عِبَادَةِ مِائَة سنَةٍ صِيَامِهَا وَقِيَامِهَا، وَرِباطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ مِنْ وَرَاءِ عَوْرَاتِ الْمُسْلِمِينَ مُحْتَسِبًا مِنْ شَهْرِ رَمَضَانَ أَفْضَلُ عِنْدَ اللهِ وَأَعْظَمُ أَجْرًا، أراهُ قَالَ : أَفْضَلُ مِنْ عِبَادَةِ الْفَى سَنَة صيَامِهَا وَقِيَامِهَا ، فَإِنْ رَدَّهُ اللهُ إِلى أَهْلِهِ سَالِمًا لَمْ تُكتَب عَلَيْهِ سَيِّئَةُ أَلْفَ سَنَةٍ، وَتُكْتَبُ لَهُ الْحَسَنَاتِ، وَيُجْرَى لَهُ أَجْرُ الرِّبَاطِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ -
رواه ابن ماجه، واثار الوضع ظاهرة عليه، ولا عجب فراويه عمر بن صبيح الخراساني . ولو لا انه الاصول لما ذكرته
رواه ابن ماجه، واثار الوضع ظاهرة عليه، ولا عجب فراويه عمر بن صبيح الخراساني . ولو لا انه الاصول لما ذكرته