আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯১৪
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯১৪. মুজাহিদ সূত্রে হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। হযরত আবু হুরায়রা (রা) একদিন একটি প্রহরারত মুজাহিদ দলে ছিলেন। তাঁরা শত্রুদের ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে সমুদ্র তীরবর্তী এলাকায় চলে গেলেন। যখন বলা হল, এখন আর কোন আংশকা নেই, তখন সকলেই ঘাঁটিতে ফিরে এলেন। আবু হুরায়রা নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে ছিলেন। এক ব্যক্তি তাঁর পাশ দিয়ে অতিক্রম করার সময় জিজ্ঞেস করল, আবু হুরায়রা। আপনি দাঁড়িয়ে কেন? হযরত আবূ হুরায়রা (রা) বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। তিনি বলেছেন: আল্লাহর রাহে সশস্ত্র প্রহরায় গিয়ে এক মুহূর্ত অবস্থান করা 'লায়লাতুল কদরে' হাজরে আসওয়াদের সামনে ইবাদত করার চেয়েও উত্তম।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর সহীহ-এ এবং বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন হিব্বান তাঁর সহীহ-এ এবং বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1914- وَعَن مُجَاهِد وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه كَانَ فِي الرِّبَاط ففزعوا إِلَى السَّاحِل ثمَّ قيل لَا بَأْس فَانْصَرف النَّاس ووقف أَبُو هُرَيْرَة فَمر بِهِ إِنْسَان فَقَالَ مَا يوقفك يَا أَبَا هُرَيْرَة فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول موقف سَاعَة فِي سَبِيل الله خير من قيام لَيْلَة الْقدر عِنْد الْحجر الْأسود
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا