আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯১৫
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯১৫. হযরত উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি। তিনি বলেছেন। আল্লাহর রাস্তায় একদিন সশস্ত্র প্রহরায় থাকা, বাড়িতে অবস্থান করে হাজার দিন ইবাদত করা অপেক্ষা উত্তম।
(হাদীসটি নাসাঈ ও তিরমিযী ধর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব।)
(হাদীসটি নাসাঈ ও তিরমিযী ধর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব।)
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1915- وَعَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول رِبَاط يَوْم فِي سَبِيل الله خير من ألف يَوْم فِيمَا سواهُ من الْمنَازل
رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب