আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯১২
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯১২. হযরত জাবির (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি। তিনি বলেছেনঃ যে ব্যক্তি একদিন আল্লাহর রাহে সশস্ত্র প্রহরারত অবস্থায় যাপন করে, আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তি ও জাহান্নামের মধ্যে সাতটি পরিখার দূরত্ব সৃষ্টি করে দেন। প্রতিটি পরিখার ব্যাস হল সাত আসমান ও সাত যমীনের দূরত্বের সমান।
(হাদীসটি তাবারানী 'আওসাত'-এ বর্ণনা করেছেন। ইনশা আল্লাহ্ এর বর্ণনা সূত্রে কোন ত্রুটি নেই। হাদীসটির পাঠ গরীব।)
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1912- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من رابط يَوْمًا فِي سَبِيل الله جعل الله بَينه وَبَين النَّار سبع خنادق كل خَنْدَق كسبع سموات وَسبع أَرضين

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَإِسْنَاده لَا بَأْس بِهِ إِن شَاءَ الله وَمَتنه غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯১২ | মুসলিম বাংলা