আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯১১
অধ্যায়ঃ জিহাদ
অধ্যায়: জিহাদ
মহান আল্লাহর পথে প্রতিরক্ষা কাজে সশস্ত্র প্রতীক্ষারত থাকার উৎসাহ দান প্রসঙ্গে
১৯১১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -কে জিহাদের উদ্দেশ্যে সশস্ত্র প্রহরারত অবস্থায় থাকার সওয়াব সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বললেনঃ যে ব্যক্তি মুসলমানদের পশ্চাতে তাদের পাহারাদারীর লক্ষ্যে একটি বিনিদ্র রাত যাপন করল, তার পিছনে থেকে যাওয়া অন্যান্য ব্যক্তিদের সাওম ও সালাতের সওয়াব তার আমলনামায় লিখিত হবে।
(হাদীসটি তাবারানী 'আওসাত'-এ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الرِّبَاط فِي سَبِيل الله عز وَجل
1911- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن أجر الرِّبَاط فَقَالَ من
رابط لَيْلَة حارسا من وَرَاء الْمُسلمين كَانَ لَهُ أجر من خَلفه مِمَّن صَامَ وَصلى

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৯১১ | মুসলিম বাংলা