আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৪৯
অধ্যায়ঃ হজ্জ
মসজিদুল হারাম, মসজিদে নববী, বায়তুল মুকাদ্দাস ও মসজিদে কুবায় নামায আদায়ের প্রতি উৎসাহ দান
১৮৪৯. হযরত উসায়দ ইবন যুহায়র আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি নবী করীম-এর সাহাবী ছিলেন। তিনি হাদীস বর্ণনা করেন যে, নবী করীম ﷺ বলেছেন: মসজিদে কুবায় সালাত আদায় একটি উমরা পালনের সমতুল্য।
(হাদীসটি তিরমিযী, ইবন মাজাহ ও বায়হাকী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব। (হাফিয বলেন): এই হাদীসটি ছাড়া উসায়দ (রা)-এর অন্য কোন সহীহ হাদীস আমাদের জানা নেই। আল্লাহ তাআলাই ভাল জানেন)
كتاب الْحَج
التَّرْغِيب فِي الصَّلَاة فِي الْمَسْجِد الْحَرَام وَمَسْجِد الْمَدِينَة وَبَيت الْمُقَدّس وقباء
1849- وَعَنْ أُسَيْدِ بْنِ ظُهَيْرِ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ أَصْحَابِ النَّبِيِّ ﷺ يُحْدِثُ عَنِ النبي ﷺ أَنَّهُ قَالَ : صَلَاةُ فِي مَسْجِدِ قُبَاءَ كَعُمْرَة -
رواه الترمذي وابن ماجه والبيهقى ، وقال : الترمذي : حديث حسن غريب . قال الحافظ ] : ولا نعرف لأسيد حَدِيثًا صَحِيْحًا غَيْرَ هذَا وَاللَّهُ اعلم
tahqiqতাহকীক:
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৮৪৯ | মুসলিম বাংলা