আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৮০
প্রথম ওয়াক্তে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৫৮০. ইমাম দারু কুতনী (র) ইবরাহীম ইবন আবদুল আযীয ইবন আবদুল মালিক ইবন আবূ মাহযুরা (রা) তাঁর পিতা সূত্রে তাঁর দাদা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাতের প্রথম ওয়াক্তে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, মধ্যম ওয়াক্তে রয়েছে আল্লাহর রহমত এবং শেষ ওয়াক্তে রয়েছে আল্লাহর ক্ষমা।
التَّرْغِيب فِي الصَّلَاة فِي أول وَقتهَا
580 - وروى الدراقطنى من حديث إبراهيم بن عبد العزيز بن عبد الملك بن أبى محذورة عن أبيه عن جده قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول الوقت رضوان الله، ووسط الوقت رحمة الله وآخر الوقت عفو الله عز وجل.
