আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৭৯
প্রথম ওয়াক্তে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৫৭৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাতের প্রথম ওয়াক্তে রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং শেষ ওয়াক্তে রয়েছে আল্লাহর ক্ষমা।
(তিরমিযী ও দারু কুতনী হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الصَّلَاة فِي أول وَقتهَا
579 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْوَقْت الأول من الصَّلَاة رضوَان الله وَالْآخر عَفْو الله
رَوَاهُ التِّرْمِذِيّ وَالدَّارَقُطْنِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৭৯ | মুসলিম বাংলা