আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৮১
 অধ্যায়ঃ নামাজ
প্রথম ওয়াক্তে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৫৮১. হযরত ইবন উমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ দুনিয়ার উপর আখিরাতের যেমন মর্যাদা রয়েছে, তদ্রুপ সালাতের শেষ ওয়াক্তের উপর প্রথম ওয়াক্তের মর্যাদা রয়েছে। 
(আবু মানসূর দায়লামীর 'মুসনাদুল ফিরদাউস' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(আবু মানসূর দায়লামীর 'মুসনাদুল ফিরদাউস' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَاة فِي أول وَقتهَا
581 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فضل أول الْوَقْت على آخِره كفضل الْآخِرَة على الدُّنْيَا رَوَاهُ أَبُو مَنْصُور الديلمي فِي مُسْند الفردوس