আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৬৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতে সর্বনিম্ন জান্নাতীর নিয়ামতের বর্ণনা
৫৬৬৩. হযরত মুগীরা ইবন শু'বা (রা) এ সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে যে, হযরত মূসা (আ) তাঁর প্রতিপালককে জিজ্ঞেস করলেন, মর্যাদার দিক থেকে সর্বনিম্ন জান্নাতী কে? জবাবে তিনি বললেন, এমন ব্যক্তি যে অন্য সমস্ত জান্নাতী ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ কর। সে বলবে, হে আমার রব! কিভাবে প্রবেশ করব, মানুষ তো নিজ নিজ স্থান নিয়ে নিয়েছে এবং তারা তাদের জায়গা দখল করে নিয়েছে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি এতে সন্তুষ্ট যে, দুনিয়ার রাজা-বাদশাহদের থেকে কোন এক বাদশাহর রাজত্বের সমান তোমার মালিকানা হোক? সে বলবে, হে আমার প্রতিপালক। আমি সন্তুষ্ট। তিনি তাকে বলবেন, তোমাকে এতটুকু এবং তার সাথ তার সমান, তার সাথে তার সমান, তার সাথে তার সমান দিলাম। পঞ্চমবারে সে বলবে, হে আমার রব। আমি সন্তুষ্ট হয়েছি তিনি বলবেন, তোমাকে এতটুকু এবং এর সাথে তার দশগুণ দিলাম এবং তোমার মন যা চায় এবং তোমার চোখ যাতে জুড়ায় তাও তোমাকে দিলাম। সে বলবে, হে আমার রব। আমি সন্তুষ্ট হয়েছি।
মূসা (আ) বললেন, হে আমার রব। তা হলে মর্যাদার দিক থেকে যে থাকবে (তার অবস্থা কী হবে? সর্বোচ্চ তিনি বললেন, তারা হবে যেসব লোক, যাদেরকে আমি সম্মান দিতে ইচ্ছা করেছি, আমি আমার হাতে তাদের সম্মানের বীজ বপন করেছি, তার উপর মোহরাম্ভিত করে দিয়েছে, যা কোন চোখ কোন দিন দেখেনি, কোন কান কোন দিন শুনেনি এবং কোন মানুষের অন্তরে যার কল্পনা কোনদিন ও জাগেনি।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِيمَا لأدنى أهل الْجنَّة فِيهَا
5663- وَعَن الْمُغيرَة بن شُعْبَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَن مُوسَى عَلَيْهِ السَّلَام سَأَلَ ربه مَا أدنى أهل الْجنَّة منزلَة فَقَالَ رجل يَجِيء بعد مَا دخل أهل الْجنَّة الْجنَّة فَيُقَال لَهُ ادخل الْجنَّة فَيَقُول رب كَيفَ وَقد نزل النَّاس مَنَازِلهمْ وَأخذُوا أخذاتهم فَيُقَال لَهُ أترضى أَن يكون لَك مثل ملك من مُلُوك الدُّنْيَا فَيَقُول رضيت رب فَيَقُول لَهُ لَك ذَلِك وَمثله وَمثله وَمثله فَقَالَ فِي الْخَامِسَة رضيت رب فَيَقُول هَذَا لَك وَعشرَة أَمْثَاله وَلَك مَا اشتهت نَفسك ولذت عَيْنك فَيَقُول رضيت رب قَالَ رب فأعلاهم منزلَة قَالَ أُولَئِكَ الَّذين أردْت غرست كرامتهم بيَدي وختمت عَلَيْهَا فَلم تَرَ عين وَلم تسمع أذن وَلم يخْطر على قلب بشر

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৬৩ | মুসলিম বাংলা