আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৬৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতে সর্বনিম্ন জান্নাতীর নিয়ামতের বর্ণনা
৫৬৬৪. হযরত আবূ সাইদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় মর্যাদার দিক থেকে সর্বনিম্ন জান্নাতী হবে সেই ব্যক্তি, যার চেহারা আল্লাহ তা'আলা জান্নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেবেন এবং তার সামনে একটি ছায়াদার বৃক্ষ উপস্থিত করবেন। সে বলবে, হে প্রভু! তুমি আমাকে এ বৃক্ষটির নিকটবর্তী করে দাও, আমি তার ছায়ায় থাকব। তারপর তার জান্নাতে প্রবেশ করা ও তার আকাঙ্ক্ষা সম্পর্কে হাদীসটি বর্ণিত হয়েছে। অবশেষে তিনি হাদীসটির শেষে বলেনঃ যখন তার সকল আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ্ তা'আলা বলবেন, এতটুকু এবং তার সাথে তার দশগুণ তোমাকে দিলাম। তিনি বলেন, এরপর সে তার ঘরে প্রবেশ করবে, তখন তার দু'জন আয়তলোচনা স্ত্রী তার কাছ আসবে। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে তোমাদের জন্য বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তিনি বলেন, তখন সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে, তদ্রূপ আর কাউকে দেয়া হয়নি।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِيمَا لأدنى أهل الْجنَّة فِيهَا
5664- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أدنى أهل الْجنَّة منزلَة رجل صرف الله وَجهه عَن النَّار قبل الْجنَّة وَمثل لَهُ شَجَرَة ذَات ظلّ فَقَالَ أَي رب قربني من هَذِه الشَّجَرَة أكون فِي ظلها
فَذكر الحَدِيث فِي دُخُوله الْجنَّة وتمنيه إِلَى أَن قَالَ فِي آخِره
إِذا انْقَطَعت بِهِ الْأَمَانِي قَالَ الله هُوَ لَك وَعشرَة أَمْثَاله
قَالَ ثمَّ يدْخل بَيته فَتدخل عَلَيْهِ زوجتاه من الْحور الْعين فَيَقُولَانِ الْحَمد لله الَّذِي أحياك لنا وَأَحْيَانا لَك
قَالَ فَيَقُول مَا أعطي أحد مثل مَا أَعْطَيْت
رَوَاهُ مُسلم
فَذكر الحَدِيث فِي دُخُوله الْجنَّة وتمنيه إِلَى أَن قَالَ فِي آخِره
إِذا انْقَطَعت بِهِ الْأَمَانِي قَالَ الله هُوَ لَك وَعشرَة أَمْثَاله
قَالَ ثمَّ يدْخل بَيته فَتدخل عَلَيْهِ زوجتاه من الْحور الْعين فَيَقُولَانِ الْحَمد لله الَّذِي أحياك لنا وَأَحْيَانا لَك
قَالَ فَيَقُول مَا أعطي أحد مثل مَا أَعْطَيْت
رَوَاهُ مُسلم