আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৬২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে প্রবেশ ইত্যাদির বর্ণনা
৫৬৬২. হযরত মিকদাম (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যেকোন মানুষ অসম্পূর্ণ অবস্থায় অথবা বৃদ্ধাবস্থার মধ্যবর্তী সময়ে মৃত্যুবরণ করে, তাদের প্রত্যেককে তেত্রিশ বছর বয়সী অবস্থায় পুনরুত্থিত করা হবে। যদি সে জান্নাতী হয়, তবে সে আদম (আ)-এর গঠনে, ইউসুফ (আ)-এর আকৃতিতে এবং আইউব (আ)-এর মত অন্তর নিয়ে উঠবে। আর যে জাহান্নামী হবে, সে পর্বতের ন্যায় বিশাল আকৃতি বিশিষ্ট ও মোটা হবে।
(বায়হাকী হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي صفة دُخُول أهل الْجنَّة الْجنَّة وَغير ذَلِك
5662- وَعَن الْمِقْدَام رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من أحد يَمُوت سقطا وَلَا هرما وَإِنَّمَا النَّاس فِيمَا بَين ذَلِك إِلَّا بعث ابْن ثَلَاث وَثَلَاثِينَ سنة فَإِن كَانَ من أهل الْجنَّة كَانَ على مسحة آدم وَصُورَة يُوسُف وقلب أَيُّوب
وَمن كَانَ من أهل النَّار عظموا وفخموا كالجبال
رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৬২ | মুসলিম বাংলা