আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৬১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে প্রবেশ ইত্যাদির বর্ণনা
৫৬৬১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতীরা কেশ-দাড়িহীন দেহ, শুভ্র চেহারা কোঁকড়ানো চুল ও সুরমামণ্ডিত চোখ নিয়ে তেত্রিশ বছর বয়সী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। তারা আদম (আ)-এর অবয়বে ষাট হাত লম্বা ও সাত হাত প্রস্থ বিশিষ্ট হবে।
(আহমাদ, ইবন আবিদ-দুনিয়া, তাবারানী, বায়হাকী সকলেই আলী ইব্ন যায়দ ইবন জাদ'আন-এর রিওয়ায়েতে ইবন মুসায়্যিব সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমাদ, ইবন আবিদ-দুনিয়া, তাবারানী, বায়হাকী সকলেই আলী ইব্ন যায়দ ইবন জাদ'আন-এর রিওয়ায়েতে ইবন মুসায়্যিব সূত্রে আবু হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي صفة دُخُول أهل الْجنَّة الْجنَّة وَغير ذَلِك
5661- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يدْخل أهل الْجنَّة الْجنَّة جردا مردا بيضًا جِعَادًا مُكَحَّلِينَ أَبنَاء ثَلَاث وَثَلَاثِينَ وهم على خلق آدم سِتُّونَ ذِرَاعا فِي عرض سَبْعَة أَذْرع
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة عَليّ بن زيد بن جدعَان عَن ابْن الْمسيب عَنهُ
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة عَليّ بن زيد بن جدعَان عَن ابْن الْمسيب عَنهُ