আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৬০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে প্রবেশ ইত্যাদির বর্ণনা
৫৬৬০. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, জান্নাতীরা কেশ-দাড়িবিহীন দেহ,
সুরমা নিয়ে তেত্রিশ বছর বয়সী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান গারীব। তিনি আবু হুরায়রা (রা)-এর রিওয়ায়েতেও
বর্ণনা করে বলেন, হাদীসটি গরীব। উক্ত রিওয়ায়েতের ভাষা হচ্ছেঃ "রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতীরা হবে কেশ দাড়িহীন দেহ ও সুরমা মণ্ডিত চোখ বিশিষ্ট। তাদের যৌবন নষ্ট হবে না এবং তাদের কাপড় জীর্ণ মলিন হবে না।")
كتاب صفة الجنة والنار
فصل فِي صفة دُخُول أهل الْجنَّة الْجنَّة وَغير ذَلِك
5660- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يدْخل أهل الْجنَّة الْجنَّة جردا مردا مُكَحَّلِينَ بني ثَلَاث وَثَلَاثِينَ

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ أَيْضا من حَدِيث أبي هُرَيْرَة وَقَالَ غَرِيب وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أهل الْجنَّة جرد مرد كحل لَا يفنى شبابهم وَلَا تبلى ثِيَابهمْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৬০ | মুসলিম বাংলা