আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৫৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে প্রবেশ ইত্যাদির বর্ণনা
৫৬৫৯. মুসলিমের অপর এক রিওয়ায়েতে আছে, নবী (ﷺ) বলেছেন, আমার উম্মাতের প্রথম দল পূর্ণিমার চাঁদের মত চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপর যারা প্রবেশ করবে, তারা আকাশের সর্বাধিক উজ্জ্বল তারকার মত চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপর তারা ক্রমস্তর অনুসারে জান্নাতে প্রবেশ করবে.... তারপর তিনি হাদীসটি বর্ণনা করে বলেন, ইবন আবি শায়বা বলেছেন, তাদের স্বভাব চরিত্র হবে, এক ব্যক্তির চরিত্রের মত, কিন্তু আবু কুরায়ব বলেছেন, তারা সবাই হবে এক আকৃতি বিশিষ্ট। (অর্থাৎ আরবী خلق শব্দস্থলে خلق)
كتاب صفة الجنة والنار
فصل فِي صفة دُخُول أهل الْجنَّة الْجنَّة وَغير ذَلِك
5659- وَفِي رِوَايَة لمُسلم أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أول زمرة يدْخلُونَ الْجنَّة من أمتِي على صُورَة الْقَمَر لَيْلَة الْبَدْر ثمَّ الَّذين يَلُونَهُمْ على أَشد نجم فِي السَّمَاء إضاءة ثمَّ هم بعد ذَلِك منَازِل فَذكر الحَدِيث وَقَالَ قَالَ ابْن أبي شيبَة على خلق رجل يَعْنِي بِضَم الْخَاء
وَقَالَ أَبُو كريب على خلق يَعْنِي بِفَتْحِهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৫৯ | মুসলিম বাংলা