আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৫৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে প্রবেশ ইত্যাদির বর্ণনা
৫৬৫৮. অপর এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রথম দল জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাদের চেহারার মত। সেখানে তাদের শুধু শ্লেষ্মা ও মলত্যাগের প্রয়োজন হবে না, তাদের তৈজসপত্র হবে সোনার, তাদের চিরুনী ও সোনা ও রূপার, তাদের খুশবুদানীতে থাকবে আগরকাষ্ঠ, তাদের ঘাম হবে মিশক। তাদের প্রত্যেকের থাকবে দু'জন স্ত্রী। সৌন্দর্যের কারণে মাংসের উপর থেকে তাদের পায়ের গোছার মগজ দেখা যাবে। তাদের মধ্যে পরস্পরে কোন বিরোধ ও হিংসা থাকবে না। তাদের অন্তর হবে একাত্মা। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবীহ্ পাঠ করবে।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষা বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب صفة الجنة والنار
فصل فِي صفة دُخُول أهل الْجنَّة الْجنَّة وَغير ذَلِك
5658- وَفِي رِوَايَة قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أول زمرة تلج الْجنَّة صورهم على صُورَة الْقَمَر لَيْلَة الْبَدْر لَا يبصقون فِيهَا وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَتَغَوَّطُونَ آنيتهم فِيهَا الذَّهَب أمشاطهم من الذَّهَب وَالْفِضَّة ومجامرهم الألوة ورشحهم الْمسك لكل وَاحِد مِنْهُم زوجتان يرى مخ
سوقهما من وَرَاء اللَّحْم من الْحسن لَا اخْتِلَاف بَينهم وَلَا تباغض قُلُوبهم قلب وَاحِد يسبحون الله بكرَة وعشيا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهما وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৫৮ | মুসলিম বাংলা