আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৫৭
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের জান্নাতে প্রবেশ ইত্যাদির বর্ণনা
৫৬৫৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দল পূর্ণিমার রাতের চাঁদের মত চেহারা নিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং যারা তাদের পর প্রবেশ করবে, তারা আকাশের অতি উজ্জ্বল তারকার মত চেহারা নিয়ে প্রবেশ করবে। তাদের মলমূত্র ত্যাগ এবং শ্লেষ্মা ও থুথু ফেলার প্রয়োজন হবে না। তাদের চিরুনী হবে সোনার, তাদের ঘাম হবে মিশক , তাদের খুশবুদানীতে থাকবে আগরকাষ্ঠ, তাদের স্ত্রী হবে আয়াতলোচনা হুর, তাদের স্বভাব চরিত্র হবে এক ব্যক্তির চরিত্রের মত। তারা তাদের পিতা আদম (আ)-এর আকারের ষাট হাত বিশিষ্ট লম্বা আকারের মত আকার বিশিষ্ট হবে।
كتاب صفة الجنة والنار
فصل فِي صفة دُخُول أهل الْجنَّة الْجنَّة وَغير ذَلِك
5657- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أول زمرة يدْخلُونَ الْجنَّة على صُورَة الْقَمَر لَيْلَة الْبَدْر وَالَّذين يَلُونَهُمْ على أَشد كَوْكَب دري فِي السَّمَاء إضاءة لَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَتْفلُونَ أمشاطهم الذَّهَب ورشحهم الْمسك ومجامرهم الألوة أَزوَاجهم الْحور الْعين أَخْلَاقهم على خلق رجل وَاحِد على صُورَة أَبِيهِم آدم سِتُّونَ ذِرَاعا فِي السَّمَاء