আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৫২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জান্নাত ও জান্নাতের নিয়ামতসমূহের প্রতি উৎসাহ দান: এতে কয়েকটি পরিচ্ছেদ রয়েছে
৫৬৫২. হযরত আবু বাকরা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে জান্নাতের সুবাস পাবে না। অথচ জান্নাতের সুবাস একশ' বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে।
অপর এক রিওয়ায়েতে আছে, নিশ্চয় জান্নাতের সুবাস পাঁচশ' বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
অপর এক রিওয়ায়েতে আছে, নিশ্চয় জান্নাতের সুবাস পাঁচশ' বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে।
(ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
التَّرْغِيب فِي الْجنَّة وَنَعِيمهَا ويشتمل على فُصُول
5652- عَن أبي بكرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قتل نفسا معاهدة بِغَيْر حَقّهَا لم يرح رَائِحَة الْجنَّة فَإِن ريح الْجنَّة ليوجد من مسيرَة مائَة عَام
وَفِي رِوَايَة وَإِن لريحها ليوجد من مسيرَة خَمْسمِائَة عَام
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
وَفِي رِوَايَة وَإِن لريحها ليوجد من مسيرَة خَمْسمِائَة عَام
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه