আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৫১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামীদের কান্নাকাটি ও আর্তনাদের বর্ণনা
৫৬৫১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জাহান্নামীদেরকে কাঁদতে বলা হবে তখন তারা এত কাঁদবে যে, তাদের অশ্রু শুকিয়ে যাবে, এরপর তারা রক্ত কান্না কাঁদবে। ফলে তাদের চেহারায় গর্তের মত হয়ে যাবে। যদি তাতে নৌকা চালানো হয়, তবে নির্ঘাৎ নৌকাও চলবে।
(ইবন মাজাহ ও আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। আবু ইয়া'লার বর্ণিত রিওয়ায়েতের ভাষা এইঃ
তিনি বলেন, আমি রাসুলাল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, হে মানুষ সকল, তোমরা কাঁদো। যদি তোমরা না
কাঁদো, তবে তোমরা কান্নার ভান কর। কেননা, জাহান্নামীরা জাহান্নামে এভাবে কাঁদবে যে, তাদের অশ্রু তাদের গণ্ডদেশ দিয়ে বেয়ে পড়বে, যেন তাদের গণ্ডদেশগুলো হবে পানির নালা। অবশেষে অশ্রু বন্ধ হয়ে যাবে, অতঃপর রক্ত প্রবাহিত হবে। ফলে নালা তৈরী করে ফেলবে। উভয়ের সনদে ইয়াযীদ রাক্কাশী নামক একজন সন্ধিগ্ধ রাবী রয়েছে। ইবন মাজার অবশিষ্ট রাবীগণ নির্ভরযোগ্য। বুখারীও মুসলিম তাদেরকে প্রমাণস্বরূপ গ্রহণ করেছেন।
হাতিম আব্দুল্লাহ ইবন কায়স (রা)-এর সনদে মারফু সূত্রে সংক্ষিপ্তাকারে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন: জাহান্নামীরা এভাবে কাঁদবে যে, যদি তাদের অশ্রুতে নৌকা চালানো হয়, তবে নৌকা চলবে, এবং তারা অশ্রুর বদলে রক্ত কান্না কাঁদবে। তিনি বলেন, হাদীসের সনদ সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي بكائهم وشهيقهم
5651- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُرْسل الْبكاء على أهل النَّار فيبكون حَتَّى تَنْقَطِع الدُّمُوع ثمَّ يَبْكُونَ الدَّم حَتَّى يصير فِي وُجُوههم كَهَيئَةِ الْأُخْدُود لَو أرْسلت فِيهَا السفن لجرت
رَوَاهُ ابْن مَاجَه وَأَبُو يعلى وَلَفظه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول يَا أَيهَا النَّاس ابكوا فَإِن لم تبكوا فتباكوا فَإِن أهل النَّار يَبْكُونَ فِي النَّار حَتَّى تسيل دموعهم فِي خدودهم كَأَنَّهَا جداول حَتَّى تَنْقَطِع الدُّمُوع فيسيل يَعْنِي الدَّم فيقرح الْعُيُون
وَفِي إسنادهما يزِيد الرقاشِي وَبَقِيَّة رُوَاة ابْن مَاجَه ثِقَات احْتج بهم البُخَارِيّ وَمُسلم
وَرَوَاهُ الْحَاكِم مُخْتَصرا عَن عبد الله بن قيس مَرْفُوعا قَالَ إِن أهل النَّار ليبكون حَتَّى لَو أجريت السفن فِي دموعهم لجرت وَإِنَّهُم ليبكون الدَّم مَكَان الدمع
وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৫১ | মুসলিম বাংলা