আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৫৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
জান্নাত ও জান্নাতের নিয়ামতসমূহের প্রতি উৎসাহ দান: এতে কয়েকটি পরিচ্ছেদ রয়েছে
৫৬৫৩. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতের সুবাস এক হাজার
বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আল্লাহর কসম, (পিতা-মাতার) অবাধ্যচারণকারী ও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সুবাস পাবে না।
(তাবারানী জাবির জু'ফীর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। জান্নাতের সুবাস সম্পর্কিত বিভিন্ন হাদীস এ কিতাবের বিভিন্ন স্থানে পূর্বে উল্লেখিত হয়েছে। সেগুলোর আর পুনরুল্লেখ করব না।)
বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। আল্লাহর কসম, (পিতা-মাতার) অবাধ্যচারণকারী ও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সুবাস পাবে না।
(তাবারানী জাবির জু'ফীর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন। জান্নাতের সুবাস সম্পর্কিত বিভিন্ন হাদীস এ কিতাবের বিভিন্ন স্থানে পূর্বে উল্লেখিত হয়েছে। সেগুলোর আর পুনরুল্লেখ করব না।)
كتاب صفة الجنة والنار
التَّرْغِيب فِي الْجنَّة وَنَعِيمهَا ويشتمل على فُصُول
5653- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ريح الْجنَّة يُوجد من مسيرَة ألف عَام وَالله لَا يجدهَا عَاق وَلَا قَاطع رحم
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة جَابر الْجعْفِيّ وَتقدم غير مَا حَدِيث فِيهِ ذكر رَائِحَة الْجنَّة فِي أَمَاكِن مُتَفَرِّقَة من هَذَا الْكتاب لم نعدها
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة جَابر الْجعْفِيّ وَتقدم غير مَا حَدِيث فِيهِ ذكر رَائِحَة الْجنَّة فِي أَمَاكِن مُتَفَرِّقَة من هَذَا الْكتاب لم نعدها