আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৪৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জাহান্নামীদের কান্নাকাটি ও আর্তনাদের বর্ণনা
৫৬৪৯. হযরত আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, জাহান্নামীরা 'মালিক'কে আহ্বান করবে। কিন্তু তিনি চল্লিশ বছর পর্যন্ত তাদের আহ্বানে কোন সাড়াই দিলেন না। তারপর তিনি বললেনঃ তোমরা তোমাদের অবস্থায়ই বহাল থাকবে। তারপর তারা তাদের প্রতিপালককে ফরিয়াদ জানিয়ে বলবে, হে আমাদের রব! আমাদেরকে এখান থেকে বের করে দিন। যদি আমরা পুনরায় এসব কাজ করি তবে আমরা হব যালিম। কিন্তু তিনি তাদেরকে দুনিয়ার মত জবাব দেবেন না। এরপর বলবেন, "তোমরা এতে লাঞ্ছিত হয়ে পড়ে থাক, তোমরা আমার সাথে কথা বলো না"। (২৩ঃ ১০৭, ১০৮)। এরপর লোকেরা হতাশ হয়ে যাবে। তখন কেবল তাদের চিৎকার ও আর্তনাদই বিরাজ করবে। তাদের আওয়াজ গাধার আওয়াজের মত হবে। তাদের প্রথমে শুরু হবে মুখের ডাক, তার হবে গলার ডাক।
(তাবারানী মাওকূফ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এ বাদীকে বর্ণনাকারীগণ সহীহ হাদীসের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলেছেন। হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।
الشهيق -বুকের আওয়াজ
الزفير -গলার আওয়াজ। ইব্‌ন ফারিস বলেন, 'শাহীক' হচ্ছে যাফীরের বিপরীত শব্দ। শাহীক মানে শ্বাস নেওয়া এবং যাফীর মানে শ্বাস বের করা।)
كتاب صفة الجنة والنار
فصل فِي بكائهم وشهيقهم
5649- عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ إِن أهل النَّار يدعونَ مَالِكًا فَلَا يُجِيبهُمْ أَرْبَعِينَ عَاما ثمَّ يَقُول إِنَّكُم مَاكِثُونَ ثمَّ يدعونَ رَبهم فَيَقُولُونَ رَبنَا أخرجنَا مِنْهَا فَإِن عدنا فَإنَّا ظَالِمُونَ فَلَا يُجِيبهُمْ مثل الدُّنْيَا ثمَّ يَقُول اخسؤوا فِيهَا وَلَا تكَلمُون الْمُؤْمِنُونَ 801 ثمَّ ييأس الْقَوْم فَمَا هُوَ إِلَّا الزَّفِير والشهيق تشبه أَصْوَاتهم أصوات الْحمير أَولهَا شهيق وَآخِرهَا زفير

رَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
الشهيق فِي الصَّدْر
والزفير فِي الْحلق وَقَالَ ابْن فَارس الشهيق ضد الزَّفِير لِأَن الشهيق رد النَّفس والزفير إِخْرَاج النَّفس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৪৯ | মুসলিম বাংলা