আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৪৮
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ আযাবের ক্ষেত্রে জাহান্নামীদের ব্যবধান ও তাদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত ব্যক্তির বর্ণনা
৫৬৪৮. হযরত সুওয়ায়দ ইবন গাফালা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আল্লাহ্ তা'আলা জাহান্নামীদেরকে বিস্মৃত করে দিতে ইচ্ছা করবেন তখন তাদের এক একজনের জন্য তার দৈহিক মাপ অনুসারে আগুনের একটি সিন্দুক তৈরি করবেন। তার কোন রগ নড়ে উঠলে তাতে আগুনের পেরেক ঠুসে দেওয়া হবে, এরপর তার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং আগুনের তালা লাগিয়ে দেওয়া হবে, তারপর সে সিন্দুক আগুনের একটি সিন্দুকের মধ্যে রাখা হবে, তারপর উভয় সিন্দুকের মাঝে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তারপর আগুনের তালা লাগিয়ে দেওয়া হবে। তারপর সিন্দুক আগুনের আরেকটি সিন্দুকের মধ্যে রাখা হবে। তারপর উভয় সিন্দুর মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তারপর তালা লাগিয়ে দেওয়া হবে। তারপর সে সিন্দুক জাহান্নামে নিক্ষেপ করা হবে অথবা বলেছেন ফেলে দেওয়া হবে। এটাই আল্লাহ্ তা'আলা বলেছেন,لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ذَلِكَ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ يَاعِبَادِ فَاتَّقُونِ
তাদের উপরেও আগুনের বেষ্টনকারী স্ফুলিঙ্গ থাকবে এবং তাদের নিচেও আগুনের বেষ্টনকারী স্ফুলিঙ্গ থাকবে। এ থেকেই আল্লাহ্ তা'আলা তাঁর বান্দীদেরকে ভয় দেখান। হে আমার বান্দারা! আমাকে ভয় কর" (৩৯ঃ ১৬)। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা আরও বলেছেন لَهُمْ فِيهَا زَفِيرٌ وَهُمْ فِيهَا لَا يَسْمَعُونَ "তারা সেখানে আর্তনাদ করবে এবং তারা সেখানে কোন কথা শুনবে না" (২১: ১০০) তিনি বলেন, সুতরাং সে দেখবে না যে, সে ব্যতীত জাহান্নামে কেউ রয়েছে।
(বায়হাকী (র) হাসান সনদে মাওকুফ সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। এবং তিনি মুনকাতি' সনদেও ইবন মাসউদ (রা)-এর রিওয়ায়েতে এরূপ হাদীস বর্ণনা করেছেন।
[হাফিয (র) বলেনঃ], সুওয়ায়দ ইবন গাফলা সেই বছর জন্যগ্রহণ করেছেন, যে বছর নবী (ﷺ) জন্ম গ্রহন করেছেন। অর্থাৎ হস্তী বর্ষে এবং তিনি যখন মদীনায় এসেছেন তখন সাহাবায়ে কিরাম নবী (ﷺ)কে দাফন করে ফেলেছেন। তাই তিনি তাঁকে স্বচক্ষে দেখেন নি। তিনি হাজ্জাজের আমলে একশ' পঁচিশ অথবা একশ' সাতাশ বছর বয়সে ইনতিকাল করেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي تفاوتهم فِي الْعَذَاب وَذكر أهونهم عذَابا
5648- وَعَن سُوَيْد بن غَفلَة رَضِي الله عَنهُ قَالَ إِذا أَرَادَ الله أَن ينسى أهل النَّار جعل للرجل مِنْهُم صندوقا على قدره من نَار لَا ينبض مِنْهُ عرق إِلَّا فِيهِ مِسْمَار من نَار ثمَّ تضرم فِيهِ النَّار ثمَّ يقفل بقفل من نَار ثمَّ يَجْعَل ذَلِك الصندوق فِي صندوق من نَار ثمَّ يضرم بَينهمَا نَار ثمَّ يقفل بقفل من نَار ثمَّ يَجْعَل ذَلِك الصندوق فِي صندوق من نَار ثمَّ يضرم بَينهمَا نَار ثمَّ يقفل ثمَّ يلقى أَو يطْرَح فِي النَّار فَذَلِك قَوْله
من فَوْقهم ظلل من النَّار وَمن تَحْتهم ظلل ذَلِك يخوف الله بِهِ عباده يَا عباد فاتقون
الزمر 61 وَذَلِكَ قَوْله لَهُم فِيهَا زفير وهم فِيهَا لَا يسمعُونَ الْأَنْبِيَاء 001 قَالَ فَمَا يرى أَن فِي النَّار أحدا غَيره

رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن مَوْقُوفا وَرَوَاهُ أَيْضا بِنَحْوِهِ من حَدِيث ابْن مَسْعُود بِإِسْنَاد مُنْقَطع
قَالَ الْحَافِظ سُوَيْد بن غَفلَة ولد فِي الْعَام الَّذِي ولد فِيهِ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ عَام الْفِيل وَقدم الْمَدِينَة حِين دفنُوا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَلم يره وَتُوفِّي فِي زمن الْحجَّاج وَهُوَ ابْن خمس وَعشْرين وَقيل سبع وَعشْرين وَمِائَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৪৮ | মুসলিম বাংলা