আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৪৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ আযাবের ক্ষেত্রে জাহান্নামীদের ব্যবধান ও তাদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত ব্যক্তির বর্ণনা
৫৬৪৫. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি এ আয়াতটি তিলাওয়াত করলেন।
كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ 'যখনই তাদের চর্ম দগ্ধ দিবে, তখনই তার স্থলে নূতন চর্ম সৃষ্টি করবে। যাতে তারা শাস্তি ভোগ করে।” (৪ঃ ৫৬) তিনি বললেন, হে কা'ব! তুমি আমাকে এ আয়াতের তাফসীর বল। যদি তুমি যথার্থ বল, তবে আমি তোমাকে (অর্থাৎ তোমার বক্তব্য) অনুমোদন করব। আর যদি তুমি (যথার্থ) না বল, তবে আমি তোমার মুখের উপর ছুড়ে মারব। তিনি বললেন, নিশ্চয় আদম সন্তানের চামড়া জ্বালানো হবে এবং মুহূর্তে অথবা দিনে ছয় হাজার বার তা নতুন করে দেওয়া হবে। তিনি বললেন, তুমি যথার্থই বলেছ।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ 'যখনই তাদের চর্ম দগ্ধ দিবে, তখনই তার স্থলে নূতন চর্ম সৃষ্টি করবে। যাতে তারা শাস্তি ভোগ করে।” (৪ঃ ৫৬) তিনি বললেন, হে কা'ব! তুমি আমাকে এ আয়াতের তাফসীর বল। যদি তুমি যথার্থ বল, তবে আমি তোমাকে (অর্থাৎ তোমার বক্তব্য) অনুমোদন করব। আর যদি তুমি (যথার্থ) না বল, তবে আমি তোমার মুখের উপর ছুড়ে মারব। তিনি বললেন, নিশ্চয় আদম সন্তানের চামড়া জ্বালানো হবে এবং মুহূর্তে অথবা দিনে ছয় হাজার বার তা নতুন করে দেওয়া হবে। তিনি বললেন, তুমি যথার্থই বলেছ।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي تفاوتهم فِي الْعَذَاب وَذكر أهونهم عذَابا
5645- وَرُوِيَ عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أَنه قَرَأَ هَذِه الْآيَة كلما نَضِجَتْ جُلُودهمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيرهَا ليذوقوا الْعَذَاب النِّسَاء 65 قَالَ يَا كَعْب أَخْبرنِي عَن تَفْسِيرهَا فَإِن صدقت صدقتك وَإِن كذبت رددت عَلَيْك فَقَالَ إِن جلد ابْن آدم يحرق ويجدد فِي سَاعَة أَو فِي يَوْم مِقْدَار سِتَّة آلَاف مرّة قَالَ صدقت
رَوَاهُ الْبَيْهَقِيّ
رَوَاهُ الْبَيْهَقِيّ