আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৪৬
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ আযাবের ক্ষেত্রে জাহান্নামীদের ব্যবধান ও তাদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত ব্যক্তির বর্ণনা
৫৬৪৬. হযরত হাসান বাসরী (রঃ) থেকেও বর্ণিত আছে, তিনি বলেন, 'যখনই তাদের চর্ম দগ্ধ হইবে, তখনই তার স্থলে নূতন চর্ম সৃষ্টি করব যাতে তারা শান্তি ভোগ করে।" (৪: ৫৬) দগ্ধীভূত করবে। তিনি বলেন, আগুন তাদেরকে প্রতিদিন সত্তর হাজার বার দগ্ধীভূত করবে। যতবার আগুন তাদেরকে দগ্ধ করবে, ততবার তাদেরকে বলা হবে, তোমরা আগের মত হয়ে যাও। ফলে তারা আগের মত হয়ে যাবে।
كتاب صفة الجنة والنار
فصل فِي تفاوتهم فِي الْعَذَاب وَذكر أهونهم عذَابا
5646- وَرُوِيَ أَيْضا عَن الْحسن وَهُوَ الْبَصْرِيّ قَالَ كلما نَضِجَتْ جُلُودهمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيرهَا ليذوقوا الْعَذَاب قَالَ تأكلهم النَّار كل يَوْم سبعين ألف مرّة كلما أكلتهم قيل لَهُم عودوا فيعودون كَمَا كَانُوا