আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৪৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ আযাবের ক্ষেত্রে জাহান্নামীদের ব্যবধান ও তাদের মধ্যে সবচেয়ে কম আযাবপ্রাপ্ত ব্যক্তির বর্ণনা
৫৬৪৪. হযরত ইবন আব্বাস (রা) থেকে আল্লাহ তা'আলার বাণী : فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ “অতঃপর তাদের কপালের চুল ও পা ধরা হবে" (৫৫ঃ ৪১) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, তার মাথা ও তার দু'পা একত্রে ধরা হবে এবং তাকে এভাবে ভেঙ্গে দেওয়া হবে, যেমন লাকড়ী ভেঙ্গে ফেলা হয়।
(বাইহাকী হাদীসটি মাওকুফ ভাবে বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي تفاوتهم فِي الْعَذَاب وَذكر أهونهم عذَابا
5644- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي قَوْله تَعَالَى فَيُؤْخَذ بالنواصي والأقدام الرَّحْمَن 14 قَالَ يجمع بَين رَأسه وَرجلَيْهِ ثمَّ يقصف كَمَا يقصف الْحَطب

رَوَاهُ الْبَيْهَقِيّ مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৬৪৪ | মুসলিম বাংলা